জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী মাঠে বিরোধপূর্ণ জমির বিভিন্ন প্রজাতির ফলন্ত আম গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা।
প্রতিপক্ষদের দূর্বৃত্তায়নের সময় ভুক্তভোগী পরিবারটির চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই ছিল না।
ঘটনাটি বৃহস্পতিবার সকাল থেকে চলতে থাকে। এ ঘটনায় জীবননগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে প্রান্তিক কৃষক ফজলুর রহমান(৬৭) বলেন,জমি নিয়ে আদালতে মামলা চলছে।
আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা আমাদেরকে নানা ভাবে হয়রানি ও অত্যাচার নির্যাতন করে আসছে।
একই ভাবে প্রতিপক্ষদের মধ্যে উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়ার মৃত রবিল হোসেনের ছেলে রকিবুল ইসলাম(৩৫) অজ্ঞাত আরো ১০-১২ জনকে নিয়ে বৃহস্পতিবার সকাল ৭ টা থেক দুপুর ১ টা পর্যন্ত বিরোধপূর্ণ জমির বাগানের বিভিন্ন প্রজাতির ২৬ টি ফলন্ত আম গাছ কেটে সাবাড় করে দেয়।
আমাদের চোখের সামনে গাছগুলো কাটলে ভয়ে তাদের বাঁধা দিতে পারিনি। দু’দফায় থানা পুলিশ আসলেও তাদের ধরতে পারিনি।
পুলিশ চলে গেলেই তারা আবার গাছ কাটতে শুরু করে। এ ভাবে তারা ২৬ টি আম গাছ কেটে সাবাড় করে। এখন তারা আমার অন্য বাগানের গাছপালা কেটে জমি ফর্সা করার হুমকি দিচ্ছে।
প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম বলেন,আমি গ্রামের সাবেক মেম্বার হিসাবে ঘটনাস্থলে পৌঁছে লোকজন ঘটনাস্থলে দেখি। আমি উভয়পক্ষকে শান্ত হয়ে আইনের মাধ্যমে নিষ্পত্তির জন্য পরামর্শ দিই।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা শোনা মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা।