জীবননগর অফিস :-
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার গৃহবধূ খোদেজা খাতুন(৫২) চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের সুবলপুরে আপন বোনের অসুস্থ ছেলেকে দেখতে এসে নিজেই লাশ হয়ে ফিরলেন নিজ বাড়ীতে।
নিহত খোদেজা খাতুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুবলপুর গ্রামের ভগ্নিপতি রনক আলীর বাড়ীর উঠানে ইঞ্জিন চালিত ধান ঝাড়া মেশিনের ফ্যানের পাখায় পরনের কাপড় জড়িয়ে মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত খোদেজা খাতুন কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।
ভুক্তোভোগী পরিবার জানান, নিহত খোদেজা খাতুন গত দুই দিন আগে সুবলপুর গ্রামে বোনের অসুস্থ ছেলে আশাদুল হককে দেখতে আসেন।
ঘটনার দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার বোন পাওয়ার টিলারের সাথে বড় খাঁচা ছাড়া ফ্যান লাগিয়ে বাতাস দিয়ে ধান পরিস্কার করছিলেন। এ সময় বোনকে খোদেজা খাতুন সহযোগিতা করতে যান।
অসাবধানতা বশত ধান ছাড়া মেশিনের ফ্যানে সাথে শাড়ী জড়িয়ে শরীরের ডান দিকে মারাত্মক গুরুত্বর জখম প্রাপ্ত হন। এসময় তার তিনি প্রচন্ড রক্ত ক্ষরের কারণে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান।
জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আপিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঘটনার ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন৷৷ অভিযোগ আপত্তি না থাকায় লাশ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।