জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাজদিয়া গ্রামে ঘরের টিনের পানি প্রতিপক্ষের ঘরে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের ঘটনায় প্রতিপক্ষের হামলায় মারাত্মক জখম হয়েছে যুবক শামীম হোসেন(২৮)।
ঘটনাটি বুধবার দুপুর দুইটার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় আহত যুবককে জীবননগর হাসপাতালে চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া দক্ষিনপাড়ার দুখু মন্ডলের ছেলে প্রান্তিক কৃষক যুবক শামীম হোসেন বলেন,আমাদের এবং আমার চাচা আব্দুল লতিফের ছেলে হামিদুল ইসলামের বসতঘর পাশাপাশি অবস্থিত।
বৃষ্টি বাদলের সময় তাদের ঘরের টিনের পানি আমাদের ঘরে,আমাদের ঘরের টিনের তাদের ঘরে পড়ে। তা নিয়ে আমাদের দু’পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুর ২ টার সময় হামিদুল ইসলাম,তার স্ত্রী মাছুরা খাতুন ও ছেলে সাগর হোসেন লাঠিসোটা নিয়ে আমাদের বাড়ীতে প্রবেশ করে খুন জখমের হুমকি দিয়ে আমরা কোন কিছু বুঝে ওঠার আগেই আমার ওপর হামলা চালিয়ে মারপিট শুরু করে।
হামিদুল ইসলাম আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। আমি মাটিতে পড়ে গেলে সকলেই আমাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে। আমি জীবননগর হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। গ্রামে বিষয়টি আপস নিস্পত্তি না হলে আমরা থানায় কেস করব।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উভয়পক্ষ আমার নিকটতম আত্মীয়-স্বজন।
আমি উভয়পক্ষকে নিয়ে গ্রামে বসে আপস নিস্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমার বিশ্বাস বিরোধ নিস্পত্তি হয়ে যাবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।