আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৩নম্বর কুশনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নানের পিতা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আলী মাস্টার হত্যা মামলায় রায় দিয়েছেন আদালত।
(১৫ অক্টোবর মঙ্গলবার) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জাকারিয়া মামলার রায় দিয়েছেন। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর কুশনা মাজের পাড়ার সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব আলী মাস্টার কুশনা বাজার সংলগ্ন শেরখালী মোড়ে বসে থাকাকালিণ সন্ধ্যা সাতটা ১৫ মিনিটের সময় হত্যাকারিদের ছোঁড়া গুলিতে নিহত হন। এরপর নিহতের বড় ছেলে সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান বাদী হয়ে ১৪ জনের নামে মামলা দায়ের করেন।
এস আই আসিক ও এস আই আনিস এর দীর্ঘ তদন্তের পর ১৪ জনের নামে চার্জশিট দাখিল করে আদালতে প্রেরন করেন।যাঁর মামলা নম্বর এসসি-৭৩৯/১৮ দীর্ঘ শুনানির পর প্রায় ১০ বছর শেষে আজ এই মামলায় ১৪ আসামীর মধ্যে মোঃ মনির উদ্দীন পিতা মৃত জুবান মন্ডল গ্রাম গুড়পাড়া মোঃ তরিকুল ইসলাম পিতা আব্দুল সাত্তার গ্রাম কুশনা উপজেলা কোটচাঁদপুর জেলা ঝিনাইদহ দুইজন কে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য ১২ আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।