জীবননগর আনসারবাড়ীয়া স্টেশনে  ১১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার আনসারবাড়ীয়া স্টেশনের অদুরে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে  ৮টি খালি বগিসহ লাইনচ্যুত হয়ে
পড়ে।

এতে সৈয়দপুর-পারবর্তীপুর-টু  খুলনা রুটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রী সাধারন চরম ভোগান্তির শিকার হন।

পরবর্তীতে ১১ ঘন্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।আনসারবাড়ীয়া ট্রেন স্টেশন সুত্র জানায়,মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১ টার সময় একটি খালি তেলবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।

আনসারবাড়ীয়া স্টেশনের অদুরে ট্রেনটির ৮ টি খালি বগি     লাইনচ্যুত হয়ে পড়ে।     এতে খুলনার সাথে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

এ সময় চরম ভোগান্তির শিকার হন। যাত্রী সাধারন। দুর্ঘটনার পর পরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রেন স্টেশন এলাকায় পৌছান।

এদিকে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন।

এ সময় ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস।
রিলিফ ট্রেনের কর্মীদের সহযোগীতায় প্রায় ১১ ঘন্টা পর আনসারবাড়ীয়া স্টেশন
থেকে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হলে যাত্রী সাধারনের মনে স্বস্তি ফিরে আসে।

এ ব্যাপারে,রাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন,এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেনের বগি কি কারণে লাইনচ্যুত হয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা
হয়েছে।

এ দূর্ঘটনায় ফলে নিকটবর্তী  দর্শনা,উথলী,সাফদারপুর, কোটচাঁদপুরসহ বিভিন্ন রেলওয়ে

স্টেশনে আটকা পড়া ট্রেন চলাচল স্বাভাবিক করতে নিকটবর্তী রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেন  গুলোকে ফিরিয়ে দেয়া হয়।

পরবর্তীতে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ট্রেন চলাচল আগের মতই স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *