চুয়াডাঙ্গার দর্শনা আইন শৃঙ্খলার অবনতি  এক সপ্তাহের ব্যবধানে পৌর এলাকায় ১২টির দুঃসাহসিক চুরি 

দর্শনা অফিস :

চুয়াডাঙ্গার দর্শনায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।  একের পর এক চুরি-  ছিনতাইয়ের ঘটনা ঘটছে।   গত এক  সপ্তাহের ব্যবধানে ১২টির দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। একের পর এক চুরি ঘটনা ঘটে চললেও প্রশসান নিরব। এলাকাবাসীর মধ্যে চরম চোর আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার দিনগত রাতে দর্শনা রামনগর মাঠপাড়া জহিরুল ইসলামের ছেলে মাসুদ রানার (৩০)  দুই  লাখ টাকা মুল্যের একটি ইজিবাইক চুর হয়ে গেছে। একই রাতে ঐ গ্রামের জামিরুল ইসলামের ছেলে শামীম আহম্মেদের এক  লাখ ৬০ হাজার টাকা মুল্যের বলদ গরু চুরি হয়ে গেছে।

এছাড়া-ঈশ্বরচন্দ্রপুর (ঈদগাপাড়া কালু মিয়া ছেলে ইউসুফ আলী (৪৫) এর একটি ইজিবাইক চুরি হয়ে গেছে। গত শুক্রবার  রাতে সাড়ে দিকে এ  ইজিবাইকটি প্রতিদিনের ন্যায় বাড়ির উঠানে চার্জে রাখিয়া ঘুমিয়ে পড়ে।

ভোরে  ইউসুফ আলী বাইরে এসে দেখি যে, যথাস্থানে রাখা আমার ব্যাক্তিগত ইজিবাইকটি নাই।পরবর্তীতে বহু খোঁজাখুজি করেও অদ্যাবদী উক্ত চুরি হওয়া ইজিবাইকটির কোন সন্ধান পায়নি।

এ বিষয় দর্শনা থানায় একটি অভিযোগ করা হয়েছ।এছাড়া গত ৩ অক্টোবর রামনগর দাসপাড়ার গোলপ নবীর ছেলে আব্দুল লতিফের দোকানের তালা ভেঙ্গে ২০/১০/২০২৪ তারিখ নগদ ২০ হাজার টাকা ও দোকানের মালামাল চুরি হয়ে গেছে।

এছাড়া রামনগর পূর্বপাড়ার আব্দুর রশিদের বাড়ি থেকে এলইডি টিভি, নগদ ৬ হাজার টাকা ও ২টি ২৫ হাজার টাকার মোবাইল ফোন, দুই জোজা কানের দুল ও একটি সোনার চেইন চুরি হয়ে যায়। দর্শনা প্রেসক্লাবের সামনে থেকে গত ১০ অক্টোবর একটি বাই সাইকেল চুরি হয় ।

গত ২০ অক্টোবর   দর্শনা দক্ষিন চাঁদপরে গ্রামের স্কুল পাড়া মোড়ে দোকান থেকে দোকানের প্রায় ৩৫ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে। দর্শনা আজিমপুর মসজিদের গ্লাস ভেঙ্গে মসজিদের ভিতরে প্রবেশ করে দান বাকশ থেকে আনুমানিক প্রায় ১৫ হাজার টাকা চুরি হয়ে গেছে।

এদিকে অক্টোবর ঈশ্বরচন্দ্রপিুর গ্রামের ঈদগাপাড়ার মসজিদের দান বাক্স ভেঙ্গে দানের টাকা চুরি হয়ে গেছে বলে স্থানীয় লোকজন জানান।এছাড়া ছোট বেশ   কিছু স্থানে চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে   দর্শনা  থানার অফিসার ইনচার্জ শহীদ তীতু মীর বলেন ,আমি চুরি ঘটনা শুনেছি। আমি অফিসার পাঠিয়ে খোঁজখবর নিয়েছি।অভিযান চলছে আমি অতিরিক্ত   টহল ব্যবস্থা     করেছি। আগে থেকে     ফোন করে এ বিষয় সর্ম্পেকে কোন কিছু জানা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *