দর্শনা-ঈশ্বরচন্দ্রপুর প্রধান সড়কটি চলাচলের অযোগ্য চরম দুুুর্ভোগে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবী এলাকাবাসীর
দর্শনা অফিস:
দর্শনা এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের চলাচলের একমাত্র প্রধান সড়কটি বৃষ্টির পানিতে গত এক সপ্তাহ আগে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কে যানবাহন জন-সাধারণের চলাচল বিঘ্নিত হয়ে পড়েছে।যার ফলে এলাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । জরুরী ভিত্তিতে এলাকাবাসী এই সড়কটি সংস্কারের দাবী জানিয়েছে।
এসড়ক দিয়ে ঈশ্বরচন্দ্রপুর, গ্রামসহ পার্শ্ববর্তী ৪টি গ্রাম শ্যামপুর, জয়নগর ও আকন্দবাড়িয়া গ্রামে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক যেটি ঈশ্বরচন্দ্রপুর ও শ্যামপুর থেকে দর্শনা বাজার পর্যন্ত গিয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপ, ভ্যান, আটো, সাইকেল, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবহন নিয়মিত ভাবে চলাচল করে।
কিন্তু হঠাৎ গত এক সপ্তাহ আগে ভারি বৃষ্টির ভারি বর্ষনে সড়কটি ভাঙ্গনের সৃষ্টি হয়। পরবর্তীতে ধীরে ধীরে রাস্তার নিচের দিকে গভীর ভাবে মাটি ধ্বসে পিচ রাস্তার উপরের অংশেও ভাঙ্গন ধরেছে। বর্তমানে এই সড়কটি বেশির ভাগ অংশ ভেঙ্গে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যার ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ইতিপূর্বে দর্শনা পৌরসভা থেকে ২ বার সেখানে সংস্কার কাজ করা হয়েছে। কিন্তু তাতে কিছুদিন সড়কটি ভালো থাকলেও বৃষ্টির পানিতে আবারও ভাঙ্গনের সৃষ্টি হয়ে খুবই ভয়াবহ অবস্থায় রুপ নিয়েছে।
বর্তমানে রাস্তাটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ হওয়াতে পৌরসভা থেকে বাঁশ দিতে ব্যারিকেট দিয়ে রাখা হয়েছে। এতে করে ঈশ্বরচন্দ্রপুর, শ্যামপুর ও আকন্দবাড়িয়া এই ৪টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
এদের মধ্যে বিশেষ করে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী ও বয়োবৃদ্ধ মানুষের চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোন রোগী যদি অসুস্থ হয় তাকে হাসপাতালে নেওয়ার জন্যেও এই রাস্তাটি ব্যবহার করতে হয়। কিন্তু এই রাস্তাটির অবস্থা এখন খুব খারাপ হওয়ার জন্য রোগীদেরকে হাসপাতালে নিতে বড় কোন গাড়ি যাতায়াত করতে পারবে না।
এদিকে রাস্তাটি ভয়াবহ ভাবে ভেঙে যাওয়ার কারণে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছে। ফলে রাস্তাটি দ্রুত মেরামতের জন্য পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে দর্শনা পৌরসভার প্রশাসক কেএইচ তাসফিকুর রহমান বলেন, ঘটনাস্থলে আমি সরেজমিনে পরিদর্শন করেছি এবং বৃষ্টির পানিতে ভাঙ্গনের সৃষ্টি হলে সেখানে সংস্কার কাজ করানো হয়েছে। কিন্তু ওখানে রাস্তা কেটে বক্স কালভার্ট নির্মাণ করতে হবে। তবে এ বিষয়ে আমাদের পৌরসভার পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার কাজ শুরু হবে।