জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাড়ান্দী গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ছেলের হামলায় বৃদ্ধ বাবার হাত ভেঙ্গে দেয়া হয়েছে।
ঘটনাটি মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে সংঘটিত হয়েছে। আহত বাবা চিকিৎসা শেষে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দী খানপাড়ার লুৎফর রহমান খান(৯০) বলেন, আমার তিন ছেলে আব্দার খান,সাইদুল খান ও তরিকুল খান বাড়ীর আঙ্গিনায় গাছপালার পাতা ছাগলে খাওয়া নিয়ে মঙ্গবার বিকাল সাড়ে ৪ টার দিকে কথা কাটাকাটি ও গালিগালাজের এক পর্যায়ে তারা মারামারি শুরু করে দেয়।
এই সময় আমি তাদেরকে নিবৃত করার চেষ্টা করলে আমার ছেলে সাইদুল ও তরিকুল এবং তাদের বউ তাসলিমা ও শুকজান আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
সাইদুল খান আমার মাথায় বাঁশের লাঠি দিয়ে মারতে গেলে আমি হাত দিয়ে ঠেকালে তা বাম হাতে লেগে হাড় ভেঙ্গে মারাত্মক জখম করে।
তারা আমাকে এখন মেরে ফেলার হুমকি দিচ্ছে। আর সে কারণেই আমি থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে গেলাম।
সাইদুল খান আমার বড় ছেলে আব্দার ও তার বউ ছেলেদের নামে মিথ্যা মামলা দেয়ার জন্য তার বউ তাসলিমাকে নিয়ে যশোর-চুয়াডাঙ্গা করে বেড়াচ্ছে।
রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জিয়াউর রহমান জিয়া বলেন,ঘটনাটি বড়ই দু:খজনক।
ছেলেদের হাতে বাবা বৃদ্ধ বয়সে মার খাবে তা কোন সভ্য জাতি মানতে পারে না। বিষয়টি যেহেতু থানা পুলিশে গড়িয়েছে। সে কারণে আমি বলব অভিযুক্ত ছেলেদের যেন দৃষ্টান্তুমুলক শাস্তি হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভেোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযুক্ত ছেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।