জীবননগর মাধবপুরে গৃহকর্তা ধর্মসভায় ফাঁকা বাড়ী থেকে দু’লক্ষ টাকা স্বর্ণালংকার চুরি

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রমের গৃহকর্তাসহ পরিবারের সবাই ধর্মসভায় উপস্থিত থাকার সুযোগে অজ্ঞাত চোর চক্রের সদস্যরা সুযোগ বুঝে ঘরে থাকা সমস্ত স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরের দিন সকালে গৃহকর্তা বুঝতে পারে তার বাড়ীতে চোরের হানা পড়েছিল এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি সোমবার রাতে সংঘটিত হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি হতবাক হয়ে পড়েছেন। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর মাদ্রাসা মাঠে গত সোমবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ওয়াজ মাহফিলে মাধবপুর মন্ডলপাড়ার নজরুল ইসলাম ও তার পরিবারের সকল সদস্য ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে যান।

এদিকে বাড়ীতে সকল সদস্যদের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত চোর চক্রের সদস্যরা গৃহকর্তা নজরুল ইসলামের একটি কক্ষে প্রবেশ করে ঘরের সাব বাকসের ভিতরে থাকা প্রায় দুই লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে চলে যায়।

গৃহকর্তা নজরুল ইসলামের স্ত্রী মুর্শিদা খাতুন বলেন,আমরা সরল বিশ্বাসে ঘরে তালাবদ্ধ না করে এমনিতেই দরজার শিকল তুলে দিয়ে ওয়াজ শুনতে যাই। সোমবার রাত ১২ টার পরে বাড়ীতে ফিরে যাই। বাড়ীতে আমরা যার যার মত করে শুয়ে পড়ি।

পরের দিন মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে বিশেষ কারণে পার্শ্ববর্তী শয়ন কক্ষে গিয়ে দেখি সাব-বাকসের পাশে একটি ব্যাগ পড়ে আছে এবং বাকসেরভিতরে সংরক্ষিত সকল প্রকার স্বর্ণালংকার চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে গেছে। ঘরে সোনা-রুপার অলংকার বলতে আর কিছুই নেই।

প্রায় দুই লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ব্যাপারে ইতিমধ্যেই পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

তবে সবাইকে বাড়ী ছেড়ে কোথাও যাওয়ার আগে সতর্ক অবস্থা থাকতে
হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *