আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা এলাঙ্গী ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের পিতা, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার বিশ্বাস (৯৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রবিবার রাত ৯ টা ৩০ মিনিটে গুড়পাড়া নিজ বাস ভবনে মারা যান তিনি।
আব্দুস সাত্তার বিশ্বাস দীর্ঘদিন ধরে মাজা হাড়ের সমস্যাসহ ডায়াবেটিসে ভুগছিলেন বলে রোকনুজ্জামান ডাবলু তার ছোট ছেলে জানিয়েছেন ।
সোমবার দুপুরে গুড়পাড়া দাখেলী মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ।
জানাজায় জেলা বিএনপি সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা,জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ,
কোটচাঁদপুর উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, যুবদলের আহবায়ক ফয়েজ আহমেদ,
পৌর বিএনপি সাধারন সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুন-আর- রশিদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ বাশার, হুমায়ুন কবির মিলন, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সেলিম রেজা মধু,
শরিফুল ইসলাম শান্ত, থানা কৃষক দলের সাবেক সিঃ আহবায়ক আবুল কাশেম, থানা সেচ্ছাসেবক দলের আহবাযক কামরুজ্জামান সিদ্দিক,
সদস্য সচিব হাফিজুর রহমান , গোলাম মোস্তফা মন্টু, গুড়পাড়া দাখেলী মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিল, বিএসসি শিক্ষক আকুল হোসেন,
সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, অধ্যাপক অলিয়ার রহমান, সরকারি কেসি কলেজ অধ্যাপক আমিরুল ইসলাম পাতা ,
প্রধান শিক্ষক মোঃ আলা উদ্দিন, হাফেজ মাওলানা আশিকুর রহমান, মাওলানা সাইদুর রহমান বকুল, জামাত নেতা মিজানুর রহমান,
হাফেজ শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক এবং স্হানীয়রা অংশ গ্রহন করেন।