জাহিদ হাসান স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দামুড়হুদায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সমন্বিত কৃষি ইউনিটের সহযোগিতায় কোষাঘাটা ওয়েভ ফাউন্ডেশনের সিডিসির হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির। সভায় প্রধান আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল। শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বকারী জিল্লুর রহমান যুদ্ধ, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অ্যাডভাইজার আব্দুস সুবুর ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান।
সভায় উপস্থিত অতিথিরা সদস্যরা নিরাপদ খাদ্য ও সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি এই স্লোগানকে সামনে রেখে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে বিষমুক্ত খাদ্য গ্রহণ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শওকত হোসেন।