জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে জামাই,বিয়াই-বিয়ানের বিরুদ্ধে শ্বাশুড়ীকে মারপিট করে রক্তাক্ত জখমের অভিযোগ।
এ ঘটনা গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সংঘটিত হয়েছে। ঘটনাটি স্থানীয় ভাবে আপস নিস্পত্তি না হওয়ায়
অবশেষে জামাইকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
করা হয়েছে।
জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী গৃহবধু সেলিনা খাতুন(৪৫) বলেন,
আমার কন্যা সামসুন নাহারকে বাঁকা ইউনিয়নের সুটিয়া মসজিদপাড়ার হাফিজুল ইসলামের ছেলে অমিত হোসেনের সাথে বিয়ে দিই।
তাদের দাম্পত্য জীবনে বর্তমানে দু’টি সন্তান। আমাকে মেয়েকে বিয়ে দেয়ার পর থেকে অমিত হোসেন,তার
বাবা হাফিজুল ও মা নিরু খাতুন নানা অজুহাতে অত্যাচার নির্যাতন করে আসছে।
আর তাদের টাকা পয়সা দরকার হলেই যৌতুকের টাকার দাবী করে আমার মেয়েকে অত্যাচার নির্যাতন করে থাকে। আমরা মেয়ের সুখের জন্য সব সময় সাধ্যমত নগদ টাকা পয়সাসহ বিভিন্ন মালামাল দিয়ে আসছি।
বাড়ীর টিউবওয়েল পর্যন্ত আমরা দিয়েছি। তারপরও মেয়ের শান্তি নেই। এ অবস্থায় আমি বুধবার রাত সাড়ে ১১ টার
দিকে তাদের বাড়ীতে অবস্থান করা কালে একটি তুচ্ছ ঘটনায় অমিত হোসেন আমার মেয়েকে লোহার রড দিয়ে মারার জন্য ধাওয়া করে।
এ সময় আমি তাকে বাঁধা দিলে সে আমার মাথায় মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে। বিষয়টি এলাকায় নিস্পত্তি
না হওয়ায় বাধ্য হয়ে সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান বলেন,ঘটনার ব্যাপারে আমার কোন কিছু জানা নেই। কোনপক্ষই আমার নিকট আসেনি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শহিদুর রহমান বলেন,ঘটনার ব্যাপারপ রাতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে চুড়ান্ত আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।