বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের জীবননগর বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান পরিদর্শন

জীবননগর অফিস:-
বৈষম্য  বিরোধী  ছাত্র  আন্দোলন  চুয়াডাঙ্গা  জেলা  শাখার  উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জনআকাঙ্খার কথা নিয়ে আসতে এবং সকল শ্রেণী

পেশার জনগনকে ঐক্যবদ্ধ করতে ও রাষ্ট্রীয়  সেবা  সম্পর্কিত  অভিমত  জানতে  জনসংযোগ কার্যক্রম চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে বিকাল
পর্যন্ত জীবননগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের নেতাকর্মিরা।

এসময় তারা ইউনিয়ন পরিষদের সচিব ও জনসাধারনের সাথে মতবিনিময় করেন এবং ইউনিয়ন পরিষদের জনসেবামুলক বিভিন্ন কাজের ব্যাপারে খোঁজখবর নেন।

পরিদর্শন কালে জনগণের সাথে রাষ্ট্রীয় সেবা সংস্থাগুলো কি কাজ করে এবং  জনগণ  সেখান থেকে  কি ধরণের সেবা পাবেন সে ব্যাপারে  তাদের মতামত তুলে ধরেন এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সম্পর্কে তাদের প্রত্যাশার বিষয়ে আলোচনা হয়। এসমময় উপস্থিত ছিলেন,বৈষম্য বিরোধী

ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন,সদস্য সচিব সাফফাতুল ইসলাম,মুখ্য সংগঠক সজিবুল ইসলাম,যুগ্ম সদস্য
সচিব রেজাউল বাসার প্লাবন। এছাড়াও উপস্থিত ছিলেন,বৈষম্য বিরোধী ছাত্র

আন্দোলনের অন্যতম নেতা  ফাহিম, সৈকত, শিমুল, শান্ত জেলা সদস্য,হাসানুজ্জামান, নাইম, হ্যাপি,রিফাত,সোহেল পারভেজ, জিল্লুর রহমান পাপ্পু,

রুবেল,রিদয়,তাওছিপ,সোহা,সোভা,তাহসান,মুছতাকিন,আলাউদ্দিন, রুহুল আমিন,সাইদ,শামীম,সাইফুল,হৃদয়,রাজু, আহাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *