জীবননগর নতুনপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর  উপজেলার  নতুনপাড়া  সীমান্তে বিজিবি সদস্যরা  অভিযান  পরিচালনা করে একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ঘটনাটি রোববার রাত ১১ টার দিকে সংঘটিত হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ঝিনাইদহ মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি সুত্র জানায়,বিজিবি সদস্যরা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন জনৈক আব্দুল হালিমের আম বাগানের ভিতরে  অজ্ঞাত মাদক ব্যবসায়ীরা মাদকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করতে অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন এবং অভিযানের এক পর্যায়ে বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে এ সময় বাগানের ভিতরে কাউকে না পাওয়ায় গ্রেফতার করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *