ঘটনাস্থল থেকে ফিরে আবু সাইদ শওকত আলী:-
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা শহরের সনি আবাসিকের অদুরে কাঠের স্থায়িত্ব ও টেকসই প্রক্রিয়াজাত করণের বয়লার বিষ্ফোরন ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
আহতদের কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার যশোর- চুয়াডাঙ্গা সড়কের সনি আবাসিক হোটেলের অদুরে সংঘটিত হয়েছে।
যশোর-চুয়াডাঙ্গা সড়কের পাশে উপজেলার পারলাট গ্রামের আব্দুল বারেকের ছেলে মিজানুর রহমান আধুনিক প্রযুক্তি ব্যবহার
কাঠ প্রক্রিয়াজাতকরণ জন্য বয়লার স্হাপন করেন । বয়লারের ভিতরে প্রায় ৪ শত সেপটি কাঠ দিয়ে সেখানে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে কাঠের টেকসই মজবুত করার জন্য বয়লার স্থাপন করা হয়। গ্যাস ব্যবহার করে কাঠের টেকসই মজবুত প্রক্রিয়াজাতকরণ করা হতো বলে স্হানীয়রা জানান।
সেই বয়লার বিস্ফোরণের ফলে ভিতরে থাকা কাঠ ছুটে শরীরের বিভিন্ন অংশের মাংস ছিঠকে পড়ে।
বয়লারের কর্মরত মিস্ত্রিদের মধ্যে মিল্টন পিতা ওমর আলী,রাম পিতা বদেই মল্লিক,গ্রাম সিঙ্গিয়া উপজেলা কোটচাঁদপুর নিহত হয় ।
আহত ১ জন আলমগীর পিতা আব্দুর রাজ্জাক গ্রাম আলামপুর ব্রিজঘাট উপজেলা মহেশপুর।
স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হলে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সুমন কুমার জানান ২ জন ঘটনা স্থলে নিহত হয় ১ জন কে হাসপাতালে নিয়ে আসলে আমরা রেফার করে দিয়েছি।