জীবনননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরর উপজেলার বাঁকায় ফুল চাষিদের সাথে মতবিনিময় করছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বাঁকা ইউনিয়নের বাঁকা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,
সারের সংকট নিরসনে আমরা কাজ করছি এবং তা অচিরেই সেই সংকট কেটে যাবে।
সার নিয়ে কেউ কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তার
বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
ফুল বাজারের চাউনি দিয়ে পানি পড়ার বিষয়টি আমলে নিয়ে তা মেরামত করা হবে। তবে আমরা চাই কৃষি অফিসের সাথে আপনাদের নিবিড় সম্পর্ক সৃষ্টি হোক।
আপনাদের যে কোন সমস্যার সমাধানের জন্য কৃষি বিভাগের সাথে খোলামেলা আলোচনা করে সমাধানের পথ বের করবেন।
ফুল চাষি এবং ব্যবসায়ীদের দাবি পরিপ্রেক্ষিতে প্রধান অতিথি আরো বলেন,মসজিদ কমিটি হলে যেমন নামাজি হতে হয়,ফুল বাজার নিয়ে কমিটি হলে তাদেরকে তেমনই ফুল চাষি হতে হবে।
আপনরাদের কমিটি নিয়ে কোন সমস্যা আছে কি না আমারা জানা নেই। আমরা আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য
সহযোগিতা প্রস্তুত আছি।
ফুল চাষিদের জন্য হিমাগার নির্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা আপনাদের সুবিধার্থে কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন,চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস,জীবননগর উপজেলা
কৃষি অফিসার আলমগীর হোসেন,উপজেলা অতিরিক্ত কৃষি
অফিসার আরিফ হোসেন,বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।