জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শ্রীরামপুর গ্রামে জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জমির মালিক সাগর হোসেন(৪৫) নামের এক কৃষককে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে হাত হাত ভেঙ্গে মারাত্মক ভাবে জখমের অভিযোগ উঠেছে।
জখমী কৃষক সাগর হোসেনকে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি মঙ্গলবার সকাল ৯ টার দিকে সংঘটিত হয়েছে।এ ঘটনায় জীবননগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে সোহেল রানা বলেন,ওয়ারিশ সুত্রেপ্রাপ্ত জমি নিয়ে আমাদের
একই গ্রামের প্রতিপক্ষ মৃত অহিউদ্দিন মোল্যার ছেলে নাসির উদ্দিন মোল্যার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দীর্ঘদিন ধরে নাসির মোল্যারা জমি ভোগ দখল করে আসছিল। এই অবস্থায় আমার উক্ত ভাই সাগর হোসেন আমাদের জমিতে সেচের পানি দিচ্ছিলেন।
এ সময় নাসির উদ্দিন মোল্যা ও সিদ্দিক আলীর নেতৃত্বে
সুমন,ইমন,শফিকুল,বশির মোল্যা লাঠিসোটা,দা,হাসুয়া সেখানে গিয়া আমার উক্ত ভাইয়ের ওপর আকস্মিক হামলা চালিয়ে মারাত্মক ভাবে জখম করে।
আমার উক্ত ভাইকে তারা পিটিয়ে ও কুপিয়ে হাড় ভাঙ্গা মারাত্মক জখম করে। আমার ভাইকে উদ্ধার করে পরে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত ভাবে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে কার্যকরি ব্যবস্থা করা
হবে।