জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে ছেলের ছুরিকাঘাতে মা রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে সংঘটিত হয়েছে।
এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার বাঁকাপুর্বপাড়ার দিনমজুর জসিম উদ্দিনের স্ত্রী চামেলী খাতুন(২৫) বলেন,আমার স্বামী সংসারের উন্নতির জন্য আমি দীর্ঘদিন গার্মেন্টস শ্রমিক হিসাবে কাজ করে যা আয় করেছি।
তা আমার ছেলে তুহিন হোসেন ও তার স্ত্রী আরিফা কৌশলে ভাঁগিয়ে নিয়েছে। আবার তারাই এখন আমাকে নানা
ভাবে অত্যাচার নির্যাতন করে আসছে।
তারা আমার প্রতি নৈতিক দায়িত্ব পালন না করলেও তারা আমাকে প্রায়ই অত্যাচার নির্যাতন করে। আমার স্বামী জসিম উদ্দিন ছেলে তুহিনের অত্যাচারে বাড়ী ছাড়া হয়েছে।
ছেলে তুহিন ও তার স্ত্রী আরিফা পারিবারিক একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে
আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
আমি তাদের প্রতিবাদ করলে আমার ছেলে তুহিন তার হাতে থাকা ছুরি আমার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়ার চেষ্টা
করে।
এ সময় আমি হাত দিয়ে ঠেকালে হাতে লেগে কেটে রক্তাক্ত জখম করে। আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে কিল ঘুষি লাথি মারতে থাকে।
পরে প্রতিবেশীরা ছুটে গিয়ে আমাকে রক্ষা করেন। আমি হাসপাতালে চিকিৎসা গ্রহন করি এবং থানায় একটি লিখিত অভিযোগ করি।
এ ব্যাপারে বাঁকা ইউনিয়ন পরিষদের মেম্বার আরিফুল ইসলাম আরিফ বলেন,ঘটনার ব্যাপারটি আমি লোকমুখে শুনেছি। তবে আমার নিকট কেউ না আসেনি।
ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানতে পারি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে অফিসার ফোর্স পাঠিয়ে ঘটনাটি তদন্তের নির্দেশ প্রদান করি। মা-বাবাকে অত্যাচার নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া হবে না।