কোটচাঁদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈয়ম বিরোধী ছাত্র আন্দোলনের নেতার উদ্বেগ প্রকাশ

আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ:-

দেশের বর্তমান পরিস্থিতি সহ কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে) লেখা পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা।

পোস্টটি ভাসছে নেট দুনিয়ায়। গত ১৫ জানুয়ারি পোস্টটি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের যুগ্ম সদস্য সচিব আল শাহরিয়ার ওভিক।

তিনি ওই পোস্টে লিখেছেন,দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। কোটচাঁদপুরও এর বাইরে নয়।

বর্তমান পরিস্থিতিতে জনমানুষের জীবনের অনিশ্চয়তা প্রকাশ পাচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্থানে ঘটছে অপ্রীতিকর ঘটনা।
এ সব ঘটনার মধ্যে তিনি উল্লেখ করেছেন,চাঁদাবাজি, সন্ত্রাস,ডাকাতি,দখল দারিত্ব, অবৈধভাবে বালু, মাটি বিক্রি ও ছুরি ছিনতাই।
এ সব ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটছে বলে তিনি ওই পোস্টে দাবি করেছেন। উদ্বেগ প্রকাশ করেছেন এ সব ঘটনার জন্য।

বৈষম্য বিরোধী ওই নেতা পুলিশ প্রশাসন কে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এবং অতি দ্রুত কোটচাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে ব্যাবস্থা গ্রহনের আহব্বান জানিয়েছেন।

এ ছাড়া প্রয়োজনে সর্বদলীয় প্রতিনিধিদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা কমিটি গঠন করে ব্যাবস্থা নেবারও পরামর্শ দিয়েছেন তিনি।
এব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কবির হোসেন মাতুব্বর বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নেই।

তবে কিছু অপরাধ সংঘটিত হচ্ছে। সেটা ডিটেক্টও হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা কেউ যাতে না করতে পারেন, সে মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *