বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুরে স্বল্প আয়ু সম্পন্ন ও অধিক ফলন দেওয়া আলু ভ্যালেনসিয়া জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকালে উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে এসিআই সীড।
এতে এসিআই সীডের সেলস ম্যানেজার ইকবাল হোসেন, পোর্টফোলিয় ম্যানেজার গোলাম মোস্তফা, জোনাল সেলস ম্যানেজার মানোয়ার হোসেন,সিনিয়র অফিসার মোহাম্মদ রায়হান হোসেন, মহেশপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিমুল পারভেজ, শামীম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দেশে সারাবছর আলু চাহিদা পুরণে ভ্যালেনসিয়া জাতের চাষাবাদ সম্পর্কে কৃষকদের অবহিত করেন। আয়োজকরা জানায়, এ জাতের আলু ৫৫-৬০ দিনের মধ্যে বিক্রি উপযোগী হয়।
এছাড়াও অন্যান্য জাতের তুলনায় এ জাতের আলুর উৎপাদন প্রায় ৩৭ ভাগ বেশি। মাঠ দিবসে ওই এলাকার দেড়শতাধিক কৃষাণ-কৃষাণীদের আলু উৎপাদনে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।