বিশেষ প্রতিনিধি:-
“বালাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।
র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার মামলা নং-১৮, তারিখ ১৭ জানুয়ারি ২০২৫ইং. ধারঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামী মোঃ কাসিম উল্লাহ প্রকাশ রাকিব চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন বক্সিরহাট এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪ টার দিকে কাসিম উল্লাহ প্রকাশ রাকিবকে(১৯) গ্রেফতার করেন। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল গ্রামের ইউনুস আলীর ছেলে। কাসিম উল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল।