দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মনির খানের বাবার মৃত্যু 

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

মঙ্গলবার (২১ জানুয়ারি)  বিকেল ৪টা ২০ মিনিটে ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

মনির খানের টিমের পক্ষ থেকে গায়কের ভেরিফায়েড ফেসবুক পেজে তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

সেখানে জানানো হয়,  কণ্ঠশিল্পী  মনির খানের  বাবা মাহবুব আলী খান আজ বিকেল ৪টা ২০ মিনিটে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে ইন্তেকাল করেছেন।

বুধবার বেলা ১১টায় নিজ মদনপুর গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

গত কয়েক দশক ধরে সংগীত চর্চা করে যাচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী।

১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন মনির খান। এরপর এই শিল্পীর ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে।

তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় গান করেছেন মনির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *