জীবননগর-মহেশপুর সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান:ভারতীয় ফেনসিডিল-মদ ও ৪ অনুপ্রবেশকারী আটক

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর ও মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবি  সদস্যরা  মাদকক ও চোরাচালান  বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও মদ এবং ভারতে অনুপ্রবেশ কালে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছেন।

বুধবার রাত ১১ টা থেকে বৃহস্পতিবারে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন ক্যাম্পের সদস্যরা বিজিবির নিয়মিত টহল পরিচালনার অংশ হিসাবে বৃহস্পতিবার রাত ১০.৫৫ মিনিটের সময় কুসুমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মহেশপুর উপজেলার
পিপুলবাড়ীয়া গ্রামের জনৈক মুকুলের আম বাগানের ভিতরে অভিযান পরিচালনা করেন।

বিজিবি সদস্যরা সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল মদ উদ্ধার করেন।

একই দিন রাত ৭ টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া ক্যাম্পের সদস্যরা নতুনপাড়া মাঠে জনৈক আব্দুল হালিমের আম বাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

এ সময় বিজিবি সদস্যরা ৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেন এবং রাত সাড়ে

৭ টার দিকে শ্যামকুল ক্যাম্পের বিজিবি সদস্যরা মাইলবাড়ীয়া মাঠের ভিতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে পরিত্যক্ত অবস্থঅয় উক্ত মাঠ থেকে ৩৬ বোতল ফেনসিডিল আটক করেন।

এদিকে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সীমান্ত এলাকায় টহল ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে

জানতে পারেন কিছু লোক অবৈধপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।

এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভারত সীমান্ত বরাবর ৪ জনকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা অপরাধে আটক করেন। তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *