জীবনননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালার প্রতিরোধ ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জীবননরগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক লে.কর্ণেল
মোহাম্মদ সাইফুল ইসলাম,জীবননগর উপজেলা স্বাস্থ্যদ ও পরিবার পরিকল্পনা
কর্মকতা ডা. মকবুল হাসান, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বিশ্বাস, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, সাংবাদিক
মো. রিপন হোসেন প্রমুখ।
সভায় মিনাজপুর বেলে মাঠপাড়ার রাস্তা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি এবং উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রির ব্যাপারে জীবননগর
উপজেলা নির্বাহী অফিসার আল আমীন বলেন, রাস্তা সংক্রান্ত বিষয়টি আগামী সভায় উপজেলা প্রকৌশলী আসলে স্মরণ করিয়ে দেবেন।
মাটি কেটে ইট ভাটায় বিক্রির বিষয়ে তিনি বলেন, আমরা এ ব্যাপারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। সম্প্রতি একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়ে