উদ্বুদ্ধ
মোঃ আবু সাইদ শওকত আলী
ভালো রেজাল্ট করতে হলে-
কাটাকাটি বন্ধ চাই
হাতের লেখা সুন্দর চাই
সময়ের গুরুত্ব চাই
আপন কাজে সত্বর চাই
বাজে প্যাচাল বন্ধ চাই,
মা-বাবার সেবা চাই
শিক্ষকের সম্মান চাই।
বড়দের শ্রদ্ধা চাই
ছোটদের স্নেহ চাই।
নিজের জায়গা পরিষ্কার চাই
সময় মত খাওয়া চাই
আহার নিদ্রায় খেয়াল চাই,
বিকাল হলে খেলতে হয়
রাতের বেলায় পড়তে হয়।
অম্ল খাওয়া কম চাই,
ঈশ্বরচন্দ্র জ্ঞানী ভাই।
‘ মহাকবি মাইকেল ভাই
সনেট কবিতায় পরিচয় হয়। ‘
সুকান্তর বেলায় হাই হাই-
অল্প বয়সে মারা যাই।
সক্রেটিসের তুলনা নাই।
নিউটনের সূত্রে ভাই
বিজ্ঞানীদের ঘুম নাই।
সেকসাদির সালাম ভাই-
বিশ্বজুড়ে পাঠ হই।