জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর ও রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও মদ আটক করেছেন।
তবে এ সব ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিজিবি সদস্যরা মঙ্গবার রাত ১১ টা থেকে বুধবার ভোর সাড়ে ৪ টা পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।
ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অন্তর্গত মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাত ১১ টার দিকে হরিহরনগর মাঠে মাদক ও চোরাচালান
বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন
সংবাদের ভিত্তিতে একটি আম বাগানের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৬১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এদিকে বুধবার রাত আড়াটার দিকে যাদবপুর বিওপি ক্যাম্পের সদস্যরা মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
অন্যদিকে উপজেলার রাজাপুর বিওপি ক্যাম্পের সদস্যরা বুধবার রাত ভোর ৪.৫০ মিনিটের সময় সিংনগর মাঠে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাঠের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
একই দিন রাত আড়াটার দিকে নিমতলা বিওপি ক্যাম্পের সদস্যরা আকন্দবাড়ীয়া মাঠের ভিতরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।খালিশপুর-৫৮ বিজিবির অন্তর্গত বাঘাডাংগা, খোশালপুর এবং কুমিল্লাপাড়া বিওপি’র ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ কালে ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন।বিজিবি সুত্র জানায়,সীমান্ত এলাকায় যে কোন ধরণের অনুপ্রবেশ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।
বিজিবির চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের ব্যাপারে বিজিবি অত্যন্ত শক্ত অবস্থানে আছে।
মাদক কারবারীদের ব্যাপারে কোন ছাড় নয়। সীমান্ত এলাকাকে মাদক জিরো টলারেন্স করতে সীমান্ত এলাকাবাসীর সহযোগীতা একান্ত কাম্য।