শিক্ষকদের মিলনমেলায় ১২১টি বিদ্যালয় বন্ধ: চুয়াডাঙ্গায় সমালোচনা, শিক্ষা অফিসার শোকজ

বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষকদের মিলনমেলা ও বনভোজন আয়োজন করায় তীব্র সমালোচনা উঠেছে। শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের আক্কাছ লেক ভিউ পার্কে এ আয়োজন করা হয়।

অভিভাবকদের ক্ষোভ

বিদ্যালয় বন্ধ রেখে মিলনমেলা আয়োজনকে দায়িত্বহীনতার পরিচায়ক বলে মন্তব্য করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীরা এখনও পুরোপুরি বই পায়নি, তার মধ্যেই বিদ্যালয় বন্ধ রেখে এমন আয়োজন অনুচিত।

শিক্ষক সমিতির ব্যাখ্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, তারা সংরক্ষিত ছুটির আবেদন করেছিলেন, যা উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করেন। তবে আয়োজনের সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকস্মিকভাবে ছুটি বাতিলের নির্দেশ দেন, ফলে দুপুর ২টার মধ্যেই শিক্ষকরা বিদ্যালয়ে ফিরে যান।

উপজেলা শিক্ষা অফিসার শোকজ

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মণ্ডল জানান, বিদ্যালয় বন্ধ রাখার ঘটনায় সদর উপজেলা শিক্ষা অফিসার লাইলা তাসলিমা নাসরিনকে শোকজ করা হয়েছে। তাকে এক দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসারের বক্তব্য

লাইলা তাসলিমা নাসরিন জানান, শিক্ষকরা বছরে তিন দিন সংরক্ষিত ছুটি নিতে পারেন, সেই নিয়ম মেনেই ছুটি অনুমোদন করা হয়েছিল। তবে ছুটি বাতিলের পর শিক্ষকরা তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে ফিরে গেছেন।

এই ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *