মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার ও অবৈধ পারাপারকারীদের আটক

জীবননগর অফিস:-

ঝিনাইদহের  মহেশপুর  উপজেলার  ও  চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার  সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ধারাবাহিক অভিযানে মাদক চোরাচালান রোধ ও অবৈধ পারাপারকারীদের আটক করা হয়েছে।

সাম্প্রতিক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।


মাদকবিরোধী অভিযান

বিজিবির টহল দল বিভিন্ন বিওপি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করেছে।

১২ ফেব্রুয়ারি ২০২৫:

  • রাত ১১:৩০ টায়: কুসুমপুর বিওপি এলাকায় ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার।
  • রাত ৮:৩০ টায়: গয়েশপুর বিওপি অভিযানে ২৪ বোতল ফেনসিডিল জব্দ।

১৩ ফেব্রুয়ারি ২০২৫:

  • সকাল ৬:০০ টায়: মাধবখালী বিওপি এলাকায় ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার।
  • রাত ১২:৩০ টায়: শ্রীনাথপুর বিওপি অভিযানে ৫০০ পিস ভারতীয় ট্যাপেনটোডোল ট্যাবলেট জব্দ।

অবৈধ সীমান্ত পারাপারে আটক

বিজিবির নিয়মিত টহল অভিযানে পলিয়ানপুর, শ্রীনাথপুর ও বেনীপুর বিওপি এলাকায় ২ জন দালালসহ ৯ জন বাংলাদেশি নাগরিক আটক হন,

যারা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


পূর্ববর্তী অভিযান

এর আগে, ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিজিবি শ্যামকুড়, পলিয়ানপুর, কুসুমপুর এবং লড়াইঘাট বিওপি পৃথক অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। এছাড়া নিমতলা বিওপি এক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এরও আগে, ৭ জানুয়ারি ২০২৫ তারিখে মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর ও খোসালপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ জন নারী, ১৩ জন পুরুষ ও ৫ জন শিশুসহ মোট ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়, যারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।


বিজিবির কঠোর অবস্থান

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সীমান্ত অপরাধ দমনে বিজিবির এই সফল অভিযান স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *