জীবননগর নবদূর্গাপুরে গর্ভবতী ছাগলকে আঘাত, পরদিন মালিকের ওপর  আবারও হামলা—থানায় অভিযোগ

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামে একটি গর্ভবতী ছাগলকে মারাত্মকভাবে আহত করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার পর  অভিযুক্তরা ভুক্তভোগীর ওপর শনিবার সকাল ৯ টার দিকে আবারও হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর  উপজেলার  সীমান্ত  ইউনিয়নের  নবদূর্গাপুর  গ্রামের ইছাহক  আলী মন্ডলের  ছেলে  ভুক্তভোগী  আলম  হোসেন বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আমার মায়ের একটি ছাগল প্রতিবেশী জালাল উদ্দিনের বাড়ীতে প্রবেশ করে। জালাল উদ্দিন বাঁশের লাঠির মাথায় হাসুয়া বেঁধে ছাগলটিকে আঘাত করে রক্তাক্ত জখম করে।

রক্তাক্ত অবস্থায় ছাগলটি দৌড়ে বাড়ি ফিরে যায়। পরিবারের সদস্যরা ছাগলটির শরীর থেকে রক্তের চিহ্ন ধরে জালাল উদ্দিনের বাড়িতে গিয়ে রক্তমাখা হাসুয়া দেখতে পান।  যা ঘটনার স্পষ্ট প্রমাণ হিসেবে ধরা হয়।

এ ঘটনায়  জালাল উদ্দিন ও তার ভাই বিল্লাল হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ  করা হয়। এদিকে থানায় অভিযোগের  ঘটনায় ক্ষিপ্ত হয়ে জালাল উদ্দিনের আপন ছোট ভাই আলাল উদ্দিন আমাকে শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে হরিহরনগর বাজারের বটতলায় বসে থাকা অবস্থায় পেয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়।

আলাল উদ্দিন প্রথমে আমার গলা চেপে ধরেন এবং  পরে অণ্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা করেন। আমার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিগে আমাকে রক্ষা করেন।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরজাম আলী বলেন,ঘটনার কথা শুনেছি। এলাকায় সালিস বিচার করার অবস্থা নেই। থানায় ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছে। দেখা যাক কি অবস্থা দাঁড়ায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শহিদুর রহমান বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *