কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পেঁয়াজ ব্যবসায়ীর মৃত্যু, আহত ১

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার দুলালমুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম শফি মিয়া (৫৫), তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে এবং পেঁয়াজ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

আহত ব্যক্তির নাম মোহাম্মদ উলফাত (৪০), যিনি একই পেশার সঙ্গে সংশ্লিষ্ট।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসীন হোসেন জানান, সকালে গ্রাম থেকে মোটরসাইকেলযোগে যশোরের উদ্দেশ্যে রওনা দেন ওই দুই ব্যবসায়ী।

পথে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। এতে দুজনেই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করেন

আহত মোহাম্মদ উলফাত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *