জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী দৌলতগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জীবননগর স্টেডিয়ামে উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলামিন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর সুভাষ চন্দ্র ঘোষ,
সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, শাহরিয়ার কবির ও আবু হাসান।
এছাড়াও উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান, দৌলতগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন,
কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাসসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন,
“শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষক ও অভিভাবকরা যত্নশীল হলে আজকের শিশুরা আগামী দিনে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।”
জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ,পাতিল ভাঙা, বল নিক্ষেপ,উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, নৃত্য এবং চমকপ্রদ ইভেন্ট ‘যেমন খুশি তেমন সাজো’সহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।