ময়মনসিংহ ব্যুরো:-
বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (BSA-CCPP)-এর কার্যকরী পরিষদের নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হলরুমে আয়োজিত সভায় প্যানেলের নেতৃবৃন্দ আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. ইউএইচ শাহেরা খাতুন (বেলা)। বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, মহাসচিব পদপ্রার্থী অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ প্রার্থী ডা. মোঃ রেহান উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত প্যানেলে রয়েছেন—সভাপতি: অধ্যাপক ডা. মোঃ শাহ আলম ভূঁইয়া আজাদ মহাসচিব: অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল জ্যেষ্ঠ সহ-সভাপতি: ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
সহ-সভাপতি: ডা. মোঃ তাজুল ইসলাম (এনেসথেসিওলজি)
অধ্যাপক ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরী (পেইন মেডিসিন), ডা. মোঃ শাহাদাত হোসেন (ক্রিটিক্যাল কেয়ার)কো ষাধ্যক্ষ: ডা. মোঃ রেহান উদ্দিন খান
যুগ্ম সম্পাদক: ডা. মোঃ জাভেদ হোসেন (এনেসথেসিওলজি), ডা. মোঃ সামসুজ্জামান (পেইন মেডিসিন) সাংগঠনিক সম্পাদক: ডা. ফরহাদ আহমেদ (এনেসথেসিওলজি), ডা. মোঃ জিয়া উদ্দিন (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন)
বৈজ্ঞানিক সম্পাদক: ডা. মোঃ বাবলু হোসেন (বাবু) সাংস্কৃতিক সম্পাদক: ডা. জাকিয়া সুলতানা মিতালু আন্তর্জাতিক সম্পাদক: ডা. মোঃ আহাদ হোসেন,প্রকাশনা সম্পাদক: ডা. মোহাম্মদ ইব্রাহীম,দপ্তর সম্পাদক: ডা. আসাদুল মজিদ হেলালী (নোমান)সহ-দপ্তর সম্পাদক: ডা. মোঃ জামশেদ আলী। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আরও কয়েকজন বিশিষ্ট চিকিৎসক নির্বাচনে অংশ নিচ্ছেন।
সভায় বক্তারা বলেন, BSA-CCPP-কে আরও প্রগতিশীল,
বিজ্ঞানমনস্ক ও সর্বস্তরের স্বার্থ সংরক্ষণকারী সংগঠন হিসেবে গড়ে তুলতে জাতীয়তাবাদী প্যানেল কাজ করবে।
আগামী ২২ ফেব্রুয়ারি ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।