গায়ের জোরে এ দেশে আর কোন নির্বাচন হবে না- আমিরুজ্জামান খাঁন শিমুল


গঞ্জেরখবর ডেস্ক:_

রাজনীতি করতে হলে সৎ ও ভাল মানুষের সঙ্গে করতে হবে।

গায়ের জোরে এ দেশে আর কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল।

তিনি শনিবার বিকেলে ঝিনাইদহের এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা ফোরকানিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আমিরুজ্জামান খাঁন শিমুল বলেন, “মানুষ আগের দিনের রাজনীতি পছন্দ করে না।

এবার নির্বাচনে মানুষের মন জয় করতে হবে। ভোট নিতে হবে ভালোবাসা দিয়ে।

তাই আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় করার জন্য কাজ করতে হবে।

” তিনি আরও বলেন, “কোনো অসাধু মানুষের সঙ্গে মিশবেন না। আমি যদি ওই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখি, তাহলে আমার এমপি হওয়ার প্রয়োজন নেই।

এমনকি যদি আমাকে অসাধু মানুষের সঙ্গে দেখেন, তবে আপনারাও আমাকে বয়কট করবেন।” 

কর্মী সভায় সভাপতিত্ব করেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান ফুটু।

সভায় বক্তব্য রাখেন:-উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু,ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মন্টু,

জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তফা শাইদ,উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুল ও সদস্য সচিব মাহফুজ আলম মামুন,

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক,

পৌর কৃষক দলের আহ্বায়ক ফিরোজ উদ্দিন মানিক,

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিরা,

দোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান শান্টু,

উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইফুর রহমান মিন্টু,বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী

ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান,দোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,ধারণ সম্পাদক আব্দুল হামিদ খান বাবুল,

সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ। কর্মী সভা সঞ্চালনা করেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খোকা।

বক্তারা বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

বিএনপি জনগণের অধিকার আদায়ে সবসময় রাজপথে থাকবে বলে প্রতিশ্রুতি দেন নেতারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *