কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন শীর্ষক কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উন্নয়ন বিষয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মাওলানা শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কোটচাঁদপুর কামিল মাদ্রাসার হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ বাহারুল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা চ্যাম্পেইনের প্রাক্তন অধ্যাপক ডক্টর মুহাম্মদ আল ফারুক।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সফলতার জন্য অধ্যবসায়ের বিকল্প নেই। পড়ালেখায় মনোযোগী হতে হবে এবং কুরআন ও সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তুলতে হবে।

দুনিয়াতে সফলতার পাশাপাশি পরকালীন সফলতার দিকেও মনোযোগ দিতে হবে।”

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন কোটচাঁদপুর-মহেশপুরের গণমানুষের নেতা, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক জিয়াউল হক শামীম,

মাওলানা শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান এবং লন্ডনের ব্যারিস্টার আছাদুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদনপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান খান,

চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আসাদুজ্জামান শের আলী,

কৃষি বিজ্ঞানী ডক্টর শফিকুল আক্তার বাবলু, School of Excellence-এর CEO মওদুদ হাসান এবং সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় এবং শেষে ড. মুজাম্মেল হকের পরিচালনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *