ঝিনাইদহ প্রতিনিধি:-
সুস্থ শরীর, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে
এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, পরিচালক কাজী আলী আহমেদ লিকু, সদর উপজেলার জাইকা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান আনসারীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন।
প্রশিক্ষণ শেষে অর্জন করা দুই শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল শেখানো, শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলা।
নারীদের আত্মরক্ষার জন্য কারাতে একটি কার্যকর পদ্ধতি।
যা তাদের দৈনন্দিন জীবনে সাহস ও নিরাপত্তার বোধ জোগাবে।
প্রশিক্ষণের এমন উদ্যোগকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।