ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পৌর মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার মো. শরিফুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা এস কে সালাহউদ্দীন বুলবুল,
পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসাহাক আলী, কুশনা ইউনিয়ন যুবদলের মো. আতিয়ার বিশ্বাস, আব্দুল খালেক,
গাফফার ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।