জীবননগর অফিস:-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এবং জীবননগর উপজেলার মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পাশাপাশি, সীমান্ত পারাপারের অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মেদিনীপুর বিওপি-র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত
পিলার-৬২/৯-এস এর কাছে হরিহরনগর গ্রামের আমবাগানে অভিযান চালিয়ে আসামীবিহীন ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পরদিন ২৩ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে, মহেশপুর ব্যাটালিয়নের নিমতলা বিওপি-র দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার-৭৫ এর কাছে সিংনগর গ্রামের ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে আসামীবিহীন ৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
একই দিন রাত ২টা ৫০ মিনিটে, রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৭৩/১-এস সংলগ্ন সিংনগর গ্রামের মাঠ থেকে ২৩ বোতল ভারতীয় মদ ও ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া, ২৩ ফেব্রুয়ারি দিনে মহেশপুর ব্যাটালিয়নের শ্রীনাথপুর ও পলিয়ানপুর বিওপি’র নিয়মিত টহল অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এক কর্মকর্তা জানিয়েছেন , মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।