জীবননগর পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঈদ পুণর্মিলনী উপলক্ষে ঢাকাস্থ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস:

আসন্ন ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা উপলক্ষে জীবননগর পাইলট হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঢাকাস্থ সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার ফার্মগেট এলাকায় বসবাসরত  ও  অবস্থানরত  প্রাক্তন  শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক মোঃ শওকত আলী, আর সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন গ্রুপের অ্যাডমিন কামাল উদ্দিন।

এতে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আগামী ঈদ পুনর্মিলনী উপলক্ষে জীবননগর স্কুল মাঠে একটি বৃহৎ গেট-টুগেদার/মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাজী লাবলু, কৃষিবিদ ফয়েজ ও আসাদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-সাবেক শিক্ষক মীর হাফিজ, নইম রসিদ, আব্দুল লতিফ অমল,কামাল উদ্দিন, গোলাম মোস্তফা, ছক্কু, নাসির বাবু, আরিফ লিটন, কুতুব বাবু, তৌফিক,

মুকুল,  আজিজ,  আব্দুর রাজ্জাক  রাজু, সোহেল, মুরাদ, বাদশাহ, আশরাফ, নাজমুল সোহেল, নাজমুল, চঞ্চল, আনন্দ, সনজয়, মিজান রুবেল, মীর বিপুলসহ আরও অনেকে।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা ঈদ পুনর্মিলনীকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করবে এবং স্কুলের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *