জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা


জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে  একটি  প্রতিষ্ঠানের  মালিককে  ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত “শাহিন স্টোরে” এ অভিযান পরিচালিত হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শাহিন স্টোরে বিক্রির জন্য রাখা চিপসের প্যাকেটে মেয়াদ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন

২০০৯-এর বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক শাহিনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়,যেন তারা ভোক্তাদের সঙ্গে প্রতারণা না করেন

এবং সকল পণ্যের গুণগত মান ও মেয়াদ ঠিক রেখে বিক্রি করেন।

ভবিষ্যতে এ ধরনের অভিযানের সংখ্যা আরও বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *