আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উদ্যোগে আয়োজিত এ মেলায় পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ও আধুনিক উদ্ভাবন কৃষকদের মাঝে তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী,
সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, “এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবে এবং তা মাঠপর্যায়ে প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম হবে। কৃষি ব্যবস্থা আধুনিকায়ন হলে কৃষকদের চাষাবাদে আরও বেশি উৎসাহিত করা সম্ভব হবে।”
প্রদর্শনীতে আধুনিক সবজি ও ফল চাষ, ড্রোন প্রযুক্তি, জলবায়ু সহনশীল শস্য উৎপাদন, জৈব সার, উন্নত সেচ ব্যবস্থা ও স্মার্ট কৃষি যন্ত্রপাতি নিয়ে স্টল বসানো হয়।
মেলায় অংশ নেওয়া কৃষক মহিউদ্দীন জানান, “নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি আমরা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তা সম্পর্কেও গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছি।”
উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী বলেন, “এই মেলা কৃষি খাতে টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের জন্য অত্যন্ত উপকারী হবে।”
এ ধরনের প্রদর্শনী কৃষি ক্ষেত্রে আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার লেখার বিষয়বস্তু ঠিক রেখেই এটিকে আরও পরিষ্কার ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। চাইলে আপনি আরও সংশোধন বা সংযোজন করতে পারেন!