জীবননগর একতারপুরে প্রবাসীর মানসিক ভারসাম্যহীন  স্ত্রীর আত্মহত্যা

জীবননগর অফিস :-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন নারী আত্মহত্যা করেছেন। মৃতের নাম ববিতা খাতুন (৩৮)।

তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নলবিলা গ্রামের প্রবাসী আব্দুল  কুদ্দুস মন্ডলের স্ত্রী। তিনি বাবা-মায়ের বাড়ীতে  বেড়াতে  আসার  কয়েক  দিনের  মাথায় সোমবার দুপুর ১ টার সময় আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. আফ্রিদি হুসাইন জানান,তার মা দীর্ঘদিন  ধরে  আমার  মা  ববিতা  খাতুন  মানসিক অসুস্থতায় ভুগছিলেন। 

গত ২৪ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে তিনি জীবননগর উপজেলার  একতারপুর  গ্রামে  তার  বাবার  বাড়ী  একতারপুরে অবস্থান করছিলেন।

এ সময় পরিবারের সবার অগোচরে বসতঘরের আড়ার সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন এবং তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উথলী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলাম  রতন  বলেন,ববিতা খাতুনের স্বামীর বাড়ী দর্শনা থানাধীন হিজলগাড়ী গ্রামে। তার স্বামী প্রবাসী। কি কারণে আত্মহত্যা করেছে তা আমি জানি না। তবে ববিতা খাতুন অনেক দিন ধরে মানষিক বিকারগ্রস্থ বলে জানি।

জীবননগর থানার  অফিসার  ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে পরিবারের কারো কোন আপত্তি না থাকার কারনে বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *