শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডারসহ ৩ জন নিহত: দুইজন আটক

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডারসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব।

 সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা শহরের সার্কিট হাউজ এলাকা এবং গাজীপুর জেলার সোনাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর গ্রামের আবু সাঈদ এবং জোড়াপুকুরিয়া গ্রামের আনারুল ইসলাম।

র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় শৈলকুপা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়।

এর ভিত্তিতে অভিযান চালিয়ে সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে আবু সাঈদ এবং গাজীপুরের কালিয়াকৈর থানার সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়।

তাদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পরবর্তী তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে।

ঘটনার পটভূমি:
গত ২১ ফেব্রুয়ারি রাতে শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হরিণাকুন্ডুর আহাদনগর গ্রামের হানিফ, তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন এবং কুষ্টিয়ার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম।

এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনী পরিচয়ে জনৈক কালু গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা পাঠান। পরে নিহত হানিফের ভাই বাদী হয়ে শৈলকুপা থানায় অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেন।

র‌্যাবের তদন্ত ও আটককৃতদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের আশা করা হচ্ছে।শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডারসহ ৩ জন নিহত: দুইজন আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *