জীবননগর অফিস:-
জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমানের পিতা কলিম উদ্দিন (৯০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)
বিকাল সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জীবননগর থানার দৌলৎগঞ্জ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন জীবননগর থানা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আল-আমিন,গোপালনগর জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম হোসেন এবং জীবননগর উপজেলা ইসলামী
আন্দোলনের সেক্রেটারি মাওলানা সাজেদুর রহমান এবং মরহুমের সন্তান সাংবাদিক আতিয়ার রহমান।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদের মধ্যে ছিলেন,বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সদস্য সামসুল আলম,
জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির,সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,
জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক,
হাসাদহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, সাংবাদিক আকিমুল ইসলাম, মতিয়ার সাঁইজিসহ আরও অনেকে।
জানাজা শেষে দৌলৎগঞ্জ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক মহলে।