ঝিনাইদহে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে টিম মুগ্ধভলান্টিয়ার্স ফর বাংলাদেশ (ভিবিডি) এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সংগঠন দুটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। এ সময় শিক্ষার্থী জাহিদুজ্জামান, ইমরানুল হাসান রিফাত, মাহমুদা আক্তার ইভা ও তামান্না আক্তার বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তারা দ্রুত বিচার আইনের আওতায় এসব অপরাধের কঠোর শাস্তির দাবি জানান এবং সমাজের সব শ্রেণির মানুষকে নারীর প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে নানা সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *