ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত, তিন ঘণ্টা যানজট

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:

ঝিনাইদহের বিষয়খালী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সব্যসাচী রায় (২৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সব্যসাচী রায় যশোরের মনিরামপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের বিমল কুমার রায়ের ছেলে

তিনি রাজশাহীর আরআরএফ এনজিওতে অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সব্যসাচী রায় কর্মস্থল রাজশাহী থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি যশোরে যাচ্ছিলেন

পথিমধ্যে বিষয়খালী বাজার এলাকায় পৌঁছালে ঝিনাইদহ দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

উদ্ধারকাজ ও যানজট পরিস্থিতি

দুর্ঘটনার পরপরই ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের অনহাউজ অফিসার তানভীর হাসান জানান,

“দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা নিহতের লাশ উদ্ধার করি। এসময় মহাসড়কে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তিন ঘণ্টার প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।”

পুলিশের বক্তব্য

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,

“দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এছাড়া, বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন জানান,

“দুর্ঘটনার পর রাত ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

অতিরিক্ত সতর্কতার আহ্বান

স্থানীয়রা অভিযোগ করেছেন, বিষয়খালী এলাকায় প্রায়ই অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনা ঘটে

তারা দুর্ঘটনা রোধে সড়কে স্পিড ব্রেকার স্থাপন ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *