রঘুনাথপুর হোসেন আলী আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর হোসেন আলী আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

মাদ্রাসার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান

অতিথি জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গোল্ডেন এগ্রোফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আখতারুদ্দীন সামদানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর জামে মসজিদের পেশ ইমাম শওকত আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নতুন প্রজন্মকে ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।”

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, শিক্ষকদের উল্টো দৌড় এবং ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টসহ বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলার আয়োজন করা হয়।

সাংস্কৃতিক পর্বে নাচ, গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *