আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহ পৌরসভায় সেবাগ্রহীতার ওপর হামলার অভিযোগে ছয়জন কর্মচারীকে শাস্তি প্রদান করা হয়েছে।
এর মধ্যে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তিনজনকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার বিকেলে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথিন্দ্রাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন-বাজার আদায়কারী ইমরান নাজির, পাম্প মিস্ত্রী মোঃ খালেকুজ্জামান এবং পাম্প হাউস প্রহরী রিপন মিয়া।
স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কর্মচারীরা হলেন-দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী মোঃ সাগর হোসেন, সাদিউল ইসলাম বাবু ও লিমন হোসেন।
ঘটনার বিবরণ
গত ২৮ ফেব্রুয়ারি পৌরসভার পানি সরবরাহ শাখায় শফিউদ্দীন শফি নামে এক ব্যক্তি সেবা নিতে আসেন।
তবে তার সমস্যার সমাধান না করে সংশ্লিষ্ট কর্মচারীরা তার ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন।
তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা
এ ঘটনায় পৌরসভা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
পৌরসভার প্রশাসক রথিন্দ্রাথ রায় বলেন, “সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
প্রশাসনের কঠোর বার্তা
পৌরসভা প্রশাসনের এই সিদ্ধান্ত পরিষেবা গ্রহণকারীদের অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
একইসঙ্গে এটি পৌরসভার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।