জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে যুব জামায়াতের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ মার্চ) সীমান্ত ইউনিয়নের হাবিবপুর পুরাতন জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুস সালাম,
সীমান্ত ইউনিয়ন আমীর আব্দুল ওয়াহেদ এবং জীবননগর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়নের যুবনেতা কামরুল ইসলাম, জুলফিকার আলী, শাহ আলম, আবদুল্লাহ, আল মামুন, বিল্লাল হোসেন, হুমায়ুন কবির, বিপ্লব হোসেন ও কিরণ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের আলোচনায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, ইবাদতের গুরুত্ব ও সমাজে নৈতিকতার উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।