জীবননগর অফিস:-
সরকার কর্তৃক অবৈধ ইটভাটা বন্ধের ঘোষণার প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইটভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
একই সাথে তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্বারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জীবননগর উপজেলা ইটভাটা মালিক সমিতি ও শ্রমিকরা জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিল করে।
পরে তারা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সরকারের কাছে দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও পিয়াস ব্রিকসের মালিক আকুল হোসেন,খান ব্রিকসের মালিক আজিম খান,মা-বাবা ব্রিকসের মালিক শাজাহান মিয়া,এনবিএম ব্রিকসের মালিক নেসার উদ্দিন টুটুল।
বক্তারা বলেন, সরকার আকস্মিকভাবে ইটভাটা বন্ধ করে দিলে হাজারো শ্রমিক বেকার হয়ে পড়বে। তারা সময় ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে কয়েক হাজার শ্রমিক উপস্থিত ছিলেন। তারা জানান, ইটভাটা বন্ধ হয়ে গেলে তাদের পরিবার চলবে কীভাবে?
শ্রমিকদের দাবি, সরকার যেন পরিবেশবান্ধব প্রযুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে, যাতে তারা নতুন নিয়ম মেনে ইটভাটা চালাতে পারেন
পরবর্তীতে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্বারকলিপি জমা দেন। তারা সরকারের কাছে তাদের জীবিকা রক্ষার দাবি জানিয়ে বলেন, যতদিন বিকল্প কর্মসংস্থান না হয়, ততদিন ইটভাটাগুলো চালু রাখার অনুমতি দেয়া হোক।
এ বিষয়ে উপজেলা প্রশাসন এখনও কোনো মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।