ঝিনাইদহে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহে জেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য

মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা হবে তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও খেলাধুলার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে এবং সড়কগুলোকে সজ্জিত করা হবে। বিনোদন কেন্দ্রগুলো সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

সরকারি হাসপাতালগুলোতে বিশেষ খাবার পরিবেশনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়,

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

২৫ মার্চ ও ২৬ মার্চ যথাযথভাবে উদযাপনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *